নেবট্রা’র নতুন কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
নর্থ-ইংল্যাণ্ড বাংলাদেশী টিভি রিপোটার্স এসোসিয়েশন (নেবট্রা) এর নতুন কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই, মঙ্গলবার ওল্ডহামের দি গ্রিল রেস্টুরেন্টে নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক খালেদ আহমেদ।
বক্তব্য রাখেন উপদেষ্টা আফজাল রব্বানী ও জুনেদ আহমেদ, কোষাধ্যক্ষ দিলওয়ার হোসাইন শিবলী,
সাংগঠনিক সম্পাদক শাহ মোবাশ্বির আলী, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান লিঠু, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া এবং নির্বাহী সদস্য আলী নেওয়াজ, নাজিরুল ইসলাম খান, বশীর আহমদ প্রমুখ।
বক্তারা নেবট্রা কর্তৃক আগামী এক বছরে বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা প্রস্তাব করেন। পরে উপস্থিত সবার সম্মতিতে কয়েকটি পরিকল্পনা গৃহীত হয়। সভায় বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র জনতা, সাংবাদিক ও পুলিশ নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত করা হয়। সভাপতির সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।- প্রেস বিজ্ঞপ্তি।