নিউজ

ইতালীর রোমে খেলাফত মজলিসেরইউরোপ সম্মেলন অনুষ্ঠিত

ইসলাম এখন বিশ্ব মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু

নিউজ ডেস্ক।। গত ১৪ অক্টোবর সোমবার ইটালীর রোম নগরীতে হয়ে গেলো খেলাফত মজলিসের ইউরোপ সম্মেলন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে খেলাফত মজলিসের নেতা কর্মীরা এই মিলন মেলায় অংশ নেন।

তরপানিত্তারা রসাই পাবলিক অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ইউরোপ পরিচালক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ। বিশেষ অতিথি ছিলেন
হেফাজতে ইসলামের সহ আন্তর্জাতিক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউ কে’র সভাপতি ড. মাওলানা শোয়ায়েব আহমদ ও আন্তর্জাতিক ক্বারী ও উস্তাজুল কুর্রা হাফিজ মাওলানা আহমদ হাসান।

ক্বারী আহমদ হাসানের তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।তাঁর পর পবিত্র কালামে পাক থেকে দারসে কুরআন পেশ করেন রোম তরপানিত্তারা জামে মসজিদের খতীব মাওলানা হুমায়ূন রশীদ রাজি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল কাদির সালেহ ইউরোপে ইসলাম আগমনের ইতিহাস, চ্যালেন্জ ও আগামীর সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষন করে বলেন,বর্তমান সময়ে ইসলাম এখন বিশ্ব মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দু। অন্ত:সার শূন্য ভোগবাদী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মানুষকে তারা যুদ্ধ সরন্জাম ও ভোগ্যপন্যের কনজিউমার এবং শ্রম দাস বানিয়েছে। মানুষ তাই আজ ইসলামের প্রতি অধিক আগ্রহী হয়ে উঠেছে। এই সময়ে ইসলামের ব্যাপক দাওয়াতে অধিক মনোনিবেশ করার জন্য তিনি খেলাফত মজলিসের নেতা কর্মিদের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি কোরআনে পাকের নির্দেশ’এবং তুমি তোমার নিকটবর্তিদেরকে সতর্ক কর’ উল্লেখ করে বলেন, প্রবাস থেকে দেশে শুধু অর্থ পাঠালেই হবেনা, পাশাপাশি তাদের জীবনে ইসলাম পালনের তত্বাবধানও রাখতে হবে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের সংগ্রামেও সর্বাত্মক ভুমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন এক নাজুক অবস্খার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সংষ্কারের কথা বললেও পতিত স্বৈরাচারী ব্যবস্থার প্রকৃত সংষ্কারে এখনও মনযোগি হয়নি। তিনি শাপলা ও মূর্তিবিরোধি আন্দোলনসহ বিগত বৈষম্যবিরোধি আন্দোলনে গণহত্যার তদন্ত ও দ্রুত বিচারের দাবী জানান।

ড. শোয়ায়েব আহমদ বলেন, যুদ্ধ ও দারিদ্র বর্তমান পুজিবাদী তাগুতী ব্যবস্থার দুই উপহার।এর বিপরীতে ইসলামের খেলাফত ব্যবস্থার স্বরুপ ও সৌন্দর্য মানুষের নিকট তুলে ধরতে হবে। তিনি বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদী পতিত স্বৈরাচারে দোসরদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি কারী আহমদ হাসান বলেন,ইউরোপে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এই সম্মেলন একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, মুসলমানরা আজ বহু দলে ও মতে বিভক্ত। একে অপরকে ঘায়েল করে নিজেকে প্রতিষ্ঠার প্রতিযেগিতায় তারা লিপ্ত।তিনি জ্ঞানে ও চরিত্রে পাশ্চাত্যের সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে ইউরোপ খেলাফত মজলিসের শাখা গুলোর মধ্যে গুরুত্ব পূর্ণ কয়েকটি শাখার রিপোর্ট পেশ করা হয়। এ গুলোর মধ্যে যুক্ত রাজ্য সাউথ, যুক্তরাজ্য নর্থ, ইটালী, জার্মানী , ফ্রান্স ও পোলান্ড অন্যতম। যুক্তরাজ্য নর্থ শাখার রিপোর্ট পেশ করেন শাখা সভাপতি মুফতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য সাউথের রিপোর্ট পেশ করেন সহ সাধারন সম্পাদক আবদুল করীম ওবায়েদ,ইটালী শাখার রিপোর্ট পেশ করেন শাখা সভাপতি মনিরুজ্জামান জমাদ্দার, জার্মানী শাখার রিপোর্ট পেশ করেন শাখা সভাপতি আলমগীর হোসাইন,ফ্রান্স শাখার রিপোর্ট পেশ করেন শাখা সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও পোলান্ড শাখার রিপোর্ট পেশ করেন শাখা সভাপতি মোহাম্মদ রাজু আহমদ।

সম্মেলনের শুরুতে সম্মেলন ব্যবস্থাপনা কমিটির প্রধান মনিরুজ্জামান জমাদ্দার ইটালী শাখাকে সম্মেলন আয়োজনের জন্য নির্বাচিত করার ইউরোপ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও সকল আগন্তুক অতিথি বৃন্দকে কুরআনে বর্ণিত এতকালের পরাক্রান্ত রোমান সাম্রাজ্যের আলোচিত নগরী রোমে স্বাগত জানান।

সম্মেলনে গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জাতি সংঘস সহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানো হয়।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close