নিউজ

অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী‘র ইন্তেকাল

শোকসংবাদ

লণ্ডন, ১২ জুলাই : কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট ক্যাডেট কলেজের সাবেক উপাধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী গত ৯ জুলাই শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সিলেটস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলিই রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও দুই নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম জাহাঙ্গীর আহমদ চৌধুরী ক্যাডেট কলেজের ইতিহাসে প্রথম সিলেটি বেসামরিক প্রিন্সিপাল ছিলেন। দীর্ঘ ৩২ বছরের তাঁর কর্মজীবনে তিনি ঝিনাইদহ, কুমিল্লা, মির্জাপুর, সিলেট ও ফৌজদারহাট ক্যাডেট কলেজে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার সিলেটে বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠান পরিচালনা করতেন। ক্যাডেট কলেজ থেকে অবসর গ্রহণের পর থেকে ২০১৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মরহুম জাহাঙ্গীর আহমদ চৌধুরী ১৯৫৭ সালের ২৫ জুন সিলেটের কুমারপাড়াস্থ নিজ বাসায় জন্মগ্রহণ করেন। উনার পিতা মরহুম শামসুল হুদা চৌধুরী ছিলেন ডেপুটি ডাইরেক্টর অব সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস। উনার পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল (বড় বাড়ি) গ্রামে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close