পোস্ট

কমিউনিটি সংগঠনগুলোর জন্য অতিরিক্ত ফান্ডিং-এর প্রতিশ্রুতি দিলেন মেয়র জন বিগস

লণ্ডন, ২৮ আগষ্ট – লোকাল কমিউনিটি ফান্ডের মাধ্যমে আগামী সাড়ে তিন বছর আমরা ৫০টি অর্গানাইজেশনে বার্ষিক ২.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছি। ২০১০ সালের তুলনায় সরকারের কাছ থেকে প্রাপ্ত আমাদের কোর ফান্ড ৬৪% কমে যাওয়া সত্ত্বেও আমরা এটা অব্যাহত রেখেছি। যদিও অনেক বারাই তা রাখতে পারেনি। এই নতুন ফান্ড বাসিন্দাদের কিভাবে কাজে লাগবে তার উপর গুরুত্ব দিয়ে আমরা ২ বছর কনসালটেশন করেছি। প্রোগামটির চাহিদা ৪গুণ বেশী ছিলো। ১৩১টি ভলান্টারী এবং কমিউনিটি সেক্টরের বিভিন্ন অর্গানাইজেশন থেকে ২৩০টি আবেদন জমা পড়ে যার পরিমান ছিলো ১০ মিলিয়ন পাউন্ড। একারনে সিদ্ধান্ত নেয়ার কাজটি ছিলো খুবই কঠিন এবং এজন্য অনেক ভালো প্রজেক্টও সফল হতে পারেনি।   কাউন্সিলের গ্র্যান্টস প্রোগামে অতীতের মতো রাজনৈতিক প্রভাব যাতে না থাকে এজন্য প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরন করার বিষয়টিকে আমি সঠিক বলে মনে করি এবং এও মনে করি যে অর্গানাইজেশনগুলো যথাযথভাবেই স্কোর করেছে। এক্ষেত্রে আমাদের ওভারভিউ এন্ড স্ক্রুটিনি কমিটির অবদানকে আমি স্বাগত জানাই। সেই কমিটিতেই আমি আরেকটি ফান্ডিং পট বা তহবিল গঠনের প্রতিশ্রুতি ইতিমধ্যে দিয়েছি এবং আমাদের স্মল গ্র্যান্টস প্রোগামের ১শ ৮০ হাজার পাউন্ড ও কাউন্সিলের বিভিন্ন কন্ট্রাক্টের সুবিধা নিয়ে বাসিন্দাদের উদ্দেশ্যে নিবেদিত গুরুত্বপূর্ন কমিউনিটি গ্রুপগুলোর সাথে কাজ করে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সম্পরকিত প্রবন্ধ

এছাড়াও চেক করুন
Close
Back to top button
Close
Close