English Newsসিলেট

মৌলভীবাজারে মারা যাওয়া ব্যবসায়ী করোনা আক্রান্ত ছিলেন

মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যবসায়ী করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ।

সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ জানান, ‘ঢাকা থেকে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে, রাজনগরে মারা যাওয়া ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ ছিলো।’ ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভ শনাক্ত হলো।

মারা যাওয়া ব্যক্তি গত শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন। ওই ব্যবসায়ী কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। কারণ সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই।

সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ জানান, সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা আছে। ওই বাড়ি ‘লকডাউন’ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম জানান, ওই বাড়িসহ আকুয়া গ্রাম লকডাউন করা হবে। মৌলভীবাজারে মারা যাওয়া ব্যক্তিটি করোনায় আক্রান্ত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close