English Newsঅর্থনীতিখেলাধুলাজীবনযাপনবিনোদনসমগ্র বিশ্বসিলেট

লেবার পার্টির শেডো কেবিনেটে স্থান পেলেন এমপি টিউলিপ

লেবার পার্টির শেডো কেবিনেটে স্থান পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি। এডুকেশন ডিপার্টমেন্টের চিলড্রেন এন্ড অ্যার্লি ইয়ার্স মিনস্টার হিসাবে দায়িত্ব পেয়েছেন হ্যামস্টেড এন্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ সিদ্দীক। আর এডুকেশন সেক্রেটারীর দায়িত্ব পেয়েছেন লিডারশীপ প্রতিদ্বন্দ্বী রেবেকা লং বেইলি। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

গত ৪ এপ্রিল, লেবার পার্টির লিডারশীপ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। এরপর ধীরে ধীরে শেডো কেবিনেট সদস্যের নাম ঘোষণা করলেও বৃহস্পতিবার পুর্নাঙ্গ শেডো কেবিনেট গঠন করেছেন লেবার পার্টির নবনির্বাচিত লিডার স্যার কিয়ার স্টারমার। শেডো কেবিনেটে স্থান পেয়েছেন লিডারশীপ প্রতিদ্বন্দ্বী লিসা নন্দী, রেবেকা লং বেইলি, এমিলি থর্নবারি এবং জেসিকা ফিলিপ।

সম্পরকিত প্রবন্ধ

এছাড়াও চেক করুন
Close
Back to top button
Close
Close