English Newsসিলেট

ছাতকে কংক্রিট স্লিপার কারখানা আবারো চালু হবে: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার প্রত্যেক জেলায় রেলপথ সম্প্রসারণ করছে, যতটুকু সম্ভব রেল যাতে আগামী দিনে অন্যতম একটা বাহন হিসেবে দেশের ১৬ কোটি জনগণের বন্ধু হিসেবে যেন পাশে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করছে। আমরা রেলের সংখ্যা আরো বাড়াবো। সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি করবো।

তিনি বলেন, দেশের একমাত্র কংকিট স্লিপার কারখানা ছাতক কংক্রিট স্লিপার কারখানা, তা আবার চালু করবো। ভোলাগঞ্জ রোপওয়ে আমরা পরিদর্শন করেছি, কিভাবে একে কাজে লাগানো যায় তা পরিকল্পা করা হচ্ছে।

তিনি আরো বলেন, রেলের ব্যাপারে বর্তমান সরকার সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রেলকে অনেক বেশি যুগপোযুগি ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের রেল কে যেন গড়ে তুলতে পারি সে চেষ্ঠা করছি। রেলওয়ের সমস্ত জায়গা, পরিত্যক্ত জায়গা ও বেদখল হওয়া জায়গা ধীরে ধীরে উদ্ধার করবো।

শনিবার দুপুরে সুনামগঞ্জে ছাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় উপস্থিথ ছিলেন- বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের পূর্ব বিভাগের মহাপরিচালক মো. সামছুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের উপ পরিচালক (অপারেশন) ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের জিএম নাসির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের প্রধান প্রকৌশলী সুভক্ত গীন, সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ছাতক সার্কেলের এএসপি বিল্লাল আহমদ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

এছাড়াও চেক করুন
Close
Back to top button
Close
Close