ডক্টর আব্দুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে হাইকমিশনারের শোক
ইস্ট লন্ডনের হমারটন হাসপাতালের লুকোম ইউরোলজিস্ট আব্দুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
” ডক্টর চৌধুরী তাঁর পরিবার এবং প্রবাসে বাঙালিদের রোল মডেল হয়ে সবার অন্তরে বেঁচে থাকবেন” বলে বিবৃতিতে উল্লেখ করেন লন্ডনে বাংলােদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
তিনি আরো বলেন, “ডক্টর চৌধুরীর মৃত্যুতে শুধু তার পরিবারই নয়, এনএইচএস এবং বাংলাদেশী কমিউনিটির অপুরনীয় ক্ষতি হয়েছে।”
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় ১৫ দিন পর ইস্ট লন্ডনের রমফোর্ড কুইন্স হাসপাতালের বুধবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ইউকেতে ১০ জন ইমিগ্র্যান্ট ডক্টর মৃত্যুবরন করেছেন।