সিলেট

সিলেট বিভাগে যুবদলের তিন জেলা কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের বৈঠকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার উপজেলা, থানা ও পৌর ইউনিট কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলাগুলোর কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিটগুলোর আহবায়ক কমিটি গঠন করার জন্য নির্দেশে দিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

এছাড়াও চেক করুন
Close
Back to top button
Close
Close