সিলেট
সিলেট বিভাগে যুবদলের তিন জেলা কমিটি বিলুপ্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের বৈঠকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার উপজেলা, থানা ও পৌর ইউনিট কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলাগুলোর কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিটগুলোর আহবায়ক কমিটি গঠন করার জন্য নির্দেশে দিয়েছেন।